ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

আইজি‌সি‌সির আয়োজ‌নে সোমবার গাইবেন দেবলীনা সুর 

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টা‌রের (আইজি‌সি‌সি) আয়োজ‌নে গান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর।   

সোমবার সন্ধ্যা সা‌ড়ে ৬টায় রাজধানীর জাতীয় জাদুঘ‌রের সু‌ফিয়া কামাল অডিটো‌রিয়া‌মে রবীন্দ্রসংগীত ও আধু‌নিক বাংলা গান গাইবেন দেবলীনা। গানের এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

দেবলীনা সুর পারিবারিক সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা এবং পরবর্তীতে সংগীতের সাথে পথ চলা শুরু করেন।

ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীত বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে বি-মিউজ অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এ সময় স্বস্তিকা মুখোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, বাসবী মুখোপাধ্যায়ের কাছে সংগীত শিক্ষাগ্রহণের সুযোগ পান।

এরপর ‘আইসিসিআর স্কলারশিপ’ নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে প্রথম শ্রেণিতে এম- মিউজ ডিগ্রি অর্জন। এ সময়ে রাজ্যশ্রী ঘোষ, তৃষিত চৌধুরী, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের অধীনে সংগীতের তালিম গ্রহণ করেন এই শিল্পী।

এ বিশ্ববিদ্যালয়ে সংগীতশিক্ষা গ্রহণ কালে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় তথ্য অধিদপ্তর আয়োজিত ‘রাজ্য সঙ্গীত’ প্রতিযোগিতায় অংশ নিয়ে লোকসংগীতে প্রথম স্থান লাভ করেন।

পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নিয়মিত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হন।

বর্তমানে দেবলীনা দেশের বিভিন্ন টেলিভিশনে রবীন্দ্রসংগীতের পাশাপাশি পঞ্চকবির গান, আধুনিক ও ফোকসংগীত পরিবেশন করছেন। পাশাপাশি নিয়মিত স্টেজে গান পরিবেশন করেন।

এসি