ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

সিরাজগঞ্জে ১৩ মাদকসেবী-ব্যবসায়ীর সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

সিরাজগঞ্জে র‌্যাবের হাতে আটক ১৩ মাদকসেবী ও ব্যবসায়ীর ১৫ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর আদালতে হাজির করা হলে তাদের এই সাজা প্রদান করা হয়।

এরা হলো সলঙ্গা থানার রানী নগর গ্রামের আব্দুল মমিন (৩১), চড়িয়া উত্তরপাড়ার আ. আলিম(৩২), হাটকান্দার মো.সামছুল আলম(৩৩),ছাদ্দাম হোসেন(২৭), মো. ফজলুল হক(২৬), মো. আলম(৩৩), আ. রাজ্জাক (২৮),আ. লতিফ(৩৪), মো. ধোপাকান্দির শাহাদত হোসেন (৩৫), রাধানগরের সুমন(৩৫), হাটিকুমরুলের মো. সুরত আলী(৬৫), বোয়ালিয়ার মো. শুভ(২৮) , বেলকুচির চন্দনগাঁতীর শাহাদত সরকার (৩৭)।

র‌্যাব জানায়, র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.সাকিবুল ইসলাম খান এর নেতৃত্বে সোমবার সকালে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করে ৩০০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইলসেট, ১৭টি সিমকার্ড ও নগদ-২১,৯৫৫ টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিন করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
কেআই/ এসএইচ/