ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

শাহজালালে দেড় হাজার কেজি নেশার পাতা জব্দ

প্রকাশিত : ১১:১২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:১৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ঢাকার শাহজালাল বিমানবন্দরে আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আসা আরও দেড় হাজার কেজি গাঁজা জাতীয় নেশাদ্রব্য ধরা পড়েছে। এ খবর জানিয়েছেন- সিআইডির সিরিয়াস ক্রাইম এন্ড হোমিসাইডাল ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত।

তিনি জানিয়েছেন, এই চালানে মোট এক হাজার ৬০০ কেজি পাতাভর্তি ৯৬টি প্যাকেট এসেছে।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় চালান। চালানটি একাধিক নামে আসে।’

এর আগে গত ৩১ অগাস্ট এ ধরনের নেশাদ্রব্য বাংলাদেশে প্রথম ধরা পড়েছিল। সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদাম এবং শান্তিনগরের এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আটশ কেজি নেশাদ্রব্য উদ্ধার করা হয়।

এরপর ৮ সেপ্টেম্বর শাহজালালে আসা কয়েকটি কার্টুন থেকে পাওয়া যায় আরও ১৬০ কেজি একই ধরনের নেশার পাতা।

চায়ের পাতার মতো দেখতে মাদকের এই চালানটি ইথিওপিয়া থেকে বাংলাদেশে বিভিন্ন জনের নামে এসেছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এসএ/