ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

৪০তম বিসিএসের সার্কুলার: আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৫৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

বিসিএস পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘুচল। অবশেষে প্রকাশিত হলো ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সাদিক গণমাধ্যমকে বলেন, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হবে। তার মানে হচ্ছে এই বিসিএসেও চলমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে সরকারি কমিশনের (www.bpsc.bd.gov) ওয়েবসাইটে।

এর আগে গতকাল পিএসসি সূত্রে জানা গিয়েছিল যে, আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন  

/ এআর /