ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

‘দেবী’র পর ২০টি সিনেমার প্রস্তাব পেয়েছেন চঞ্চল

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোট পর্দার সঙ্গে সঙ্গে তিনি বড় পর্দারও জনপ্রিয় শিল্পীদের একজন। তার অভিনীত শেষ সিনেমা ‘দেবী এখন মুক্তির অপেক্ষায়। অভিনয় জীবনে অল্প কিছু চলচ্চিত্রে কাজ করলেও প্রত্যেকটি সিনেমাই তার বেশ জনপ্রিয় হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে ‘দেবী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল। তবে ‘দেবী’র কাজ শেষ হতে না হতেই গত দুই মাসে বাংলাদেশ-কলকাতা মিলিয়ে প্রায় ২০টি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এ অভিনেতা।

দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত চঞ্চল চৌধুরীর সাক্ষাৎকার থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী জানান, তিনি যে মানের সিনেমাতে অভিনয় করেন সে ধরনের পরিচালক, গল্প ও চরিত্র পাচ্ছেন না। তাই ওই সিনেমাগুলোর বিষয়ে প্রাথমিক আলাপের পর আর সামনে আগায়নি। সেই সঙ্গে নতুন কোনো সিনেমাতেও তিনি চুক্তিবদ্ধ হননি।

এ দিকে চঞ্চল চৌধুরী বর্তমানে নির্মাতা মাসুদ সেজানের ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’, ‘খেলোয়ার’ সাগর জাহানের ‘টি টোয়েন্টি’, সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’ ও সাইদুর রাসেলের ‘অষ্টধাতুর’ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

এসএ/