ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

সংসদ অধিবেশন মুলতবি 

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

জাতীয় সংসদের অধিবেশন আগামীকাল ১২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ শুধু প্রশ্নোত্তরপর্ব শেষ করে অধিবেশন বুধবার বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে মঙ্গলবার সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংসদ অধিবেশন ঘন্টাখানেক চলার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বৈঠক মুলতবি করেন। এর আগে তিনি সংসদের মঙ্গলবারের বৈঠকের কার্যসূচিতে থাকা প্রশ্নোত্তর বাদে অন্যান্য কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। সংসদের বৈঠক আগামীকাল বিকেল ৫টায় আবার বসবে। 

এসি