ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৫ ১৪৩১

শিশুকে অসুস্থ সাজিয়ে অর্থ হাতিয়েছে ডাক্তার, ফোন রেকর্ড ফাঁস 

প্রকাশিত : ১১:০৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে সুস্থ শিশুকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে ভর্তি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।      

দুই ডাক্তারের মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড ফাঁস হওয়ায় পর এব্যাপারে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনা তদন্তে কাজ করছে স্বাস্থ্য বিভাগ গঠিত কমিটি।   

৪০ দিনের সন্তান ইসমত নাহার জিবার ঘনঘন হেঁচকি উঠায়, গত ৩১ আগস্ট হবিগঞ্জের আউশকান্দি বাজারের অরবিট হাসপাতালের ডা. এএইচএম খায়রুল বাশারের কাছে যান শিশুটির বাবা-মা।  

একদিন পর মৌলভীবাজারের মামুন হাসপাতালে ডা. বিশ্বজিতের সাথে যোগাযোগের পরামর্শ দেন ডা. বাশার। সেখানে গেলে শিশুটির মা’র ফোনে কথা বলেন দুই চিকিৎসক। 

ড. বিশ্বজিত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানালেও, তাকে ভর্তি করে ইনজেকশন দেয়ার পরামর্শ দেন ড. বাশার।

সন্তানের চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হওয়ায় ক্ষোভ জানান শিশুটির মা শিরিনা আক্তার।

কিন্তু সব অভিযোগ অস্বীকার করেন ড. বাশার। 

এদিকে, সুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি করে রাখার কড়া সমালোচনা করেছেন অনেকেই। তারা বলছেন, চিকিৎসকের এমন কর্মকাণ্ড প্রত্যাশিত নয়।

ঘটনা তদন্তে কাজ করছে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী প্রমানিত হলে চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারন মানুষ।

ভিডিও: 

এসি