ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫,   কার্তিক ১২ ১৪৩২

সিরিয়ায় সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ১৮০ বেসামরিক ব্যাক্তি

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০২:০৫ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার

...... সিরিয়ার সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে দুই দিনে অন্তত ১৮০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গেলো শুক্র ও শনিবার এ দুইদিনে প্রাণহানির এ ঘটনা ঘটে। স্থানীয় সমন্বয় কমিটি জানায়, এর মধ্যে শুক্রবার ৯০ জন ও শনিবার ৮৩ জন নিহত হয়েছে। প্রাণহানির শিকার ব্যক্তিদের অধিকাংশই নিহত হয়েছেন আলেপ্পোতে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পোয় গেলো ১৫ দিনে অন্তত ৩২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৭৬ শিশু এবং ৪১ জন নারী।