ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার

শোক র‌্যালী, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সংগঠন অংশ নেয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দেয়া হয়। টাউন হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান-সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।