ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:২২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ আয়োজনে নবীন বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ১০৫নং কক্ষে এ নবীন বরণ ও প্রবীণদের বিদায় দেওয়া হয়।

মার্কেটিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো.আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘আজকের নবীনরাই এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। এ সংগঠনের সদস্যরাই একদিন জ্ঞান-বিজ্ঞান ও চাকরির বাজারে নিজেদের মেধার স্বাক্ষর রেখে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, একই বিভাগের প্রভাষক এন. এম. ইশতিয়াক চৌধুরী, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর।

 

কেআই/ এসএইচ/