ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মারাজান স্ত্রীসহ ৮ মাস ধরে নিখোঁজ ছিলেন

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৫০ এএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার

গুলশান হামলায় সন্দেহভাজন অপারেশন কামান্ডার নূরুল ইসলাম ওরফে মারাজান স্ত্রীসহ ৮ মাস ধরে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার। তবে দোষী হলে শাস্তির দাবিও জানিয়েছেন তার বাবা নিজামউদ্দিন। তাকে গতরাতে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা পাবনার গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। এদিকে মারজানের বিষয়ে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এক র‌্যাব কর্মকর্তা। নুরুল ইসলাম মারজান। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে। এ বছরের জানুয়ারীতে বিয়ে করেন। তখনই শেষবারের মতো বাড়ি যান তিনি। এরপর থেকে স্ত্রীসহ নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গুলশান হামলায় জড়িত সন্দেহভাজন হিসেবে মারজানের তথ্য চেয়ে গেলো শুক্রবার ‘হ্যালো সিটি’ অ্যাপে ছবি প্রকাশ করা হয়। সেখানে তাকে গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে তার ছবিসহ সংবাদ প্রকাশ পেলে জানতে পারেন এলাকাবাসী ও তার স্বজনেরা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি পাবনা জেলা পুলিশের কোনো কর্মকর্তা। স্থানীয় র‌্যাব কর্মকর্তা টেলিফোনে জানান, মারজানের বিষয়ে প্রাপ্ত সব তথ্য খতিয়ে দেখছেন তারা। এদিকে সোমবার রাতে মারজানের বাবা নিজাম উদ্দিনকে সাদা পোশাকে পুলিশ ধরে নিয়ে যায় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।