ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

রাজধানীতে অবৈধ পানির কারখানায় র‍্যাবের অভিযান

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

রাজধানীতে অবৈধ পানির কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-২। এসময় দুইটি প্রতিষ্ঠানকে নয় লক্ষ টাকা আর্থিক জরিমানা এবং তিনটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।

আজ শনিবার কাওরান বাজার, ফার্মগেট এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ পানির কারখানার বিরুদ্ধে অভিযান চালায় র‍্যাব-২। এসময় মোট পাঁচটি অবৈধ পানির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-২ এর নির্বাহী পরিচালক সরওয়ার আলম। 

অনুমোদনবিহীনভাবে পানি বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর উপায়ে পানি ফিল্টারিং এর অভিযোগে এসময় দুইটি প্রতিষ্ঠানকে মোট নয় লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও তিনটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়। একই অভিযানে বিভিন্ন মেয়াদে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা ফিল্টার জার।

//এস এইচ এস//