ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

ইউটিউব মাতাচ্ছে ‘দাওয়াত’

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

রেদওয়ান রনি নির্মিত গত ঈদের টেলিছবি ‌‘বিয়ের দাওয়াত রইলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার মুক্তি পেলো এতে ব্যবহৃত ‘দাওয়াত’ শিরোনামের গানটি।

মোশাররফ করিম, মিথিলা, স্পর্শিয়া, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া অভিনীত হাস্যরসাত্মক ‘বিয়ের দাওয়াত রইলো’ ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। এবার এলো প্রতীক্ষিত ‌‘দাওয়াত’ গানের ভিডিও।

‌‘মন খুলে হয়ে যা রে লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’- এমন কথার বিয়ের গানের সঙ্গে নেচেছেন অর্চিতা স্পর্শিয়া। তার সঙ্গে তাল মিলিয়েছেন মোশাররফ করিম ও মিথিলা।

গানটি দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

শর্মি হোসেইন ও অম্লান চক্রবর্তীর কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি।

ভিডিও দেখুন :

এসএ/