সিটিসেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্বান্ত, বকেয়া আদায়ে মামলা
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১৮ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার
মোবাইল অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম সিটিসেলের লাইসেন্স বাতিলের নীতিগত সিদ্বান্ত। বকেয়া আদায়ে শিগগিরই মামলা করা হবে। বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রনালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সিদ্বান্তের কথা জানান।
তিনি বলেন,গ্রাহকদের বিকল্প সেবা নেয়ার জন্য ১৭ আগষ্ট থেকে আগামী ৭ দিন সময় বাড়ানো হয়েছে। সিটিসেল লাইসেন্স পাবার পর থেকে টুজি লাইসেন্সের তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি,রাজস্ব,বার্ষিক তরঙ্গ ফি,সামাজিক সুরক্ষা তহবিল,বার্ষিক লাইসেন্স ফি,মূল্য সংযোজন কর এবং বিলম্ব ফি বাবদ সর্বমোট ৪শ৭৭ দশমিক ৫১ কোটি টাকা সরকারের রাজস্ব বকেয়া করেছে সিটিসেল। বারবার তাগাদা দেয়ার সত্বেও তারা পরিশোধ করেনি। এই সকল বিষয় বিবেচনা করেই সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্বান্ত নেয়া হয়েছে বলে ও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।