নুরুল ইসলাম ফারুকীর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট আলেম নুরুল ইসলাম ফারুকীর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবী জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের দু’বছরেও হত্যায় জড়িতদের ধরতে পারেনি পুলিশ। দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা। সমাবেশ সংগঠনের সংগঠনের সভাপতি আবুল কাশেম নুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।