ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ইরানি ক্ষেপনাস্ত্রের ক্ষমতা দেখে বিস্মিত বিশেষজ্ঞও

প্রকাশিত : ১১:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের সদরদপ্তরে ইরানের পক্ষ থেকে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিস্মিত হয়েছেন ইরাকি সামরিক বিশেষজ্ঞরা। সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুর্দি সন্ত্রাসীদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরাকের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ওয়াফিক আস-সামারাই ফেইসবুকে তার ব্যক্তিগত পেইজে আজ (রোববার) লিখেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পক্ষ থেকে সন্ত্রাসী গোষ্ঠী ‘ইরানি ডেমোক্র্যাটিক পার্টি’র সদরদপ্তরে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রমাণ হয় ইরান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বিরাট উন্নতি করেছে।

তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলা এই ইঙ্গিত দিচ্ছে যে, দেশটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য উঁচু মাত্রার নিখুঁত ক্ষেপণাস্ত্র অর্জন করেছে। এছাড়া, ইরানি ড্রোনকেও তিনি আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি বলে উল্লেখ করেন।

সূত্র: পার্সটুডে
এমজে/