ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নড়িয়া উপজেলার হাসপাতাল নদী গর্ভে বিলীন(ভিডিও)

প্রকাশিত : ১০:২২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

পদ্মার ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে নড়িয়া উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল।  ফলে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছে না উপজেলাবাসী। হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে ডাক্তার ও নার্সদের পরিত্যক্ত আবাসিক কোয়ার্টারে কোনো রকমে চলছে সেবা দান।

হনুফা বিবি। গুরুতর আহত বোনকে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা। হাসপাতাল নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিপাকে পরেছেন তারা। পরিত্যক্ত একটি ভবনে সন্তান প্রসব করার পর জীবনের ঝুঁঁকি নিয়ে সেখানেই চিকিৎসা নিচ্ছেন হালিমা বেগমের মেয়ে। 

চলতি মাসের ১ম সপ্তাহে ৫০ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন নদীতে বিলীন হয়ে হয়ে যায়। এর আগে ভাঙ্গন শুরু হলে বাধ্য হয়ে হাসপাতালের মালামাল আবাসিক কোয়াটার্রে সরিয়ে নেন কর্তৃপক্ষ। ডাক্তার ও নার্সদের পরিত্যক্ত আবাসিক কোয়ার্টারে এখন কোনো রকমে চলছে সেবা দান।

রুনা বেগম, সিনিয়র নার্স, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রাস্তাঘাট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা না থাকায় হাসপাতালে রোগীর সংখ্যাও কমে গেছে বলে জানালেন আবাসিক চিকিৎসক।

ডাঃ মুনীর আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়িয়া।

ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর।