ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আবার আওয়ামী লীগে যোগ দিচ্ছেন মনজুর আলম

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:১৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম আবার আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। ২০১০ সালে সিটি নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে প্রবীণ রাজনীতিক মহিউদ্দীন চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। সেই মহিউদ্দিন চৌধুরীর হাত ধরেই আবারো আওয়ামী লীগে ফেরার কথা জানিয়েছেন মনজুর আলম। বন্দরনগরীর সিটি গেইটের পাশেই শিল্পপতি মনজুর আলমের বাড়ি। মেয়র হওয়ার আগে তিনি ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ছিলেন বেশ কয়েক বছর। ২০১০ সালে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে যোগ দেন বিএনপিতে। মেয়র নির্বাচনে মনোনয়নও পেয়েছিলেন বিএনপির। মেয়র নির্বাচিত হওয়ার পর তাকে করা হয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। ২০১৫ সালের নির্বাচনেও তিনি মেয়র প্রার্থী ছিলেন বিএনপির। গত বছর ২৮ এপ্রিল নির্বাচনের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে, মনজুর আলম আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরছেন মহিউদ্দীন চৌধুরীর অনুরোধে। একুশে টেলিভিশনের কাছে এ’কথা স্বীকার করেছেন মনজুর আলম। মেয়র থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। মনজুর আলমের আনুষ্ঠানিক যোগদানের তারিখ এখনো ঠিক হয়নি। তার যোগদানের ফলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ হয় কিনা সেটি এখন দেখার বিষয়।