ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

জিয়াউর রহমান ও এরশাদ হেঁটেছেন একই পথে, খালেদা জিয়া তুলে দিয়েছেন পতাকা অভিযোগ করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:০৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার

জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের রাজনীতির লাইসেন্স দিয়েছেন, সৈরশাসক এরশাদ হেঁটেছেন একই পথে আর খালেদা জিয়া তাদের হাতে পতাকা তুলে দিয়েছেন; এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, স্বাধীনতা বিরোধী এই রাজাকারদের বিচার অব্যাহত থাকবে। রাজধানীতে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, সব হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন শুধুমাত্র বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই। যুদ্ধাপরাধীদের হাত থেকে দেশকে মুক্ত করতেও তার সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে যেকোনো সিদ্ধান্ত নিতেও তিনি পিছপা হবেন না বলে আশ্বস্ত করেন সবাইকে।