চোখের জলে বিদায় নিলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট
প্রকাশিত : ১১:১২ এএম, ১৭ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ১১:১২ এএম, ১৭ আগস্ট ২০১৬ বুধবার
চোখের জলে বিদায় নিলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট জোয়াও হ্যাভেলাঞ্জ।
রিওডি জেনিরিওতে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হ্যাভেলাঞ্জকে সমাহিত করা হয়। এই সময় বিপুল সংখ্যক ফুটবল অনুরাগী উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে শেষবারের মত শ্রদ্ধা জানান কিংবদন্তী এই ফুটবল সংগঠককে। মঙ্গলবার ১০০ বছর বয়সে মারা যান সাবেক এই ফিফা সভাপতি। ১৯৭৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় ফিফার সর্বোচ্চ পর্যায়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন হ্যাভেলাঞ্জ। এছাড়া ১৯৬৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও ছিলেন এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। তাঁর সময়ে বিশ্বকাপে অংশগ্রহনকারী দল ১৬ থেকে ৩২শে উন্নীত হয়।