ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

মোদির জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও সুখ কামনায় রাহুল

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল জন্মদিনের শুভেচ্ছা বার্তায় মোদীর ‘সুস্বাস্থ্য’ ও ‘সদা সুখ’ কামনা করেছেন।

এর কিছু দিন আগে রাহুল সংসদে আচমকা  মোদীকে জড়িয়ে ধরে হতচকিত করে দিয়েছিলেন সবাইকে। বোঝাতে চেয়েছিলেন মোদীর অহং আর অসহিষ্ণুতার পাল্টা ভালবাসাই তার বিকল্প রাজনীতি।

প্রকাশ্যে মন্তব্য না করলেও কংগ্রেসের কয়েকজন নেতা মোদীর ‘সদা সুখ’ কামনার মধ্যে ‘অসুখী মোদীর প্রতি’ রাহুলের রাজনৈতিক বার্তা দেখতে পাচ্ছেন।

শুভেচ্ছার রাজনীতি থেকে দূরে থাকেননি অরাজনৈতিক ব্যক্তিরাও। চলচ্চিত্র-ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রের তারকারাও তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছার জবাবে সকলকেই মোদী ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

এমএইচ/ এআর