ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০১৬ বুধবার

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে বেড়েছে লেনদেনও। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির, আর ৪৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫০৩ কোটি ৯৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির, আর ৩১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।