ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

মোরশেদ খান-রুহুল আমিন দুদকে সময় চাইলেন

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সময় চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজ মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের কথা থাকলেও সকালে সময় চেয়ে আবেদন জমা দেওয়া হয় তাদের পক্ষে। আবেদনে অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে তাদের পক্ষ থেকে। দুদক সূত্রে এসব তথ্য জানানো হয়।

জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে। এছাড়াও সরকারি সম্পদ দখলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০১৪ সালের নির্বাচনের পর রুহুল আমিন হাওলাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। ২০১৪ সালের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।

এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খানকে তলব করা হয় মামলার তদন্তের অংশ হিসেবে। সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সাড়ে ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৮ জুন ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এসএইচ/