সিরিয়ায় বিমান ভূপাতিতের ঘটনায় ইজরায়েলকে দুষলো রাশিয়া
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

সিরিয়ায় রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইজরায়েলকে দায়ী করেছে রাশিয়া। মস্কো বলছে, ইজরায়েলীদের অসতর্কতার কারণে ভুল করে রাশিয়ান বিমান ভূপাতিত করে সিরিয়া।
গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রাডার থেকে হারিয়ে যায় রাশিয়ার ‘ইলিউশিন এলএল-২০’ বিমানটি। পরে জানা যায়, সিরিয়ার সরকারি বাহিনী ক্ষেপণাস্ত্র নিয়ে বিমানটি ভূপাতিত করে। এতে বিমানে থাকা ১৫ আরোহী নিহত হয়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, ইজরায়েলী জঙ্গি বিমানটি রুশ বিমানটিকে সিরিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসে। একই সাথে, মস্কোকে আগে থেকে সতর্ক না করেই ইজরায়েলে থাকা ইরানি স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে তেল আবিব। ফলে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে ইজরায়েলি বিমান মনে করে সেটিকে আক্রমণ করে।
তবে মস্কোর এমন অভিযোগের প্রেক্ষিতে এখনও কোন মন্তব্য করেনি ইজরায়েল। ইজরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “আমরা কোন বিদেশি প্রতিবেদনের প্রেক্ষিতে মন্তব্য করি না”।
বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বিমানটিকে আক্রমণে খবর প্রচার করে। তবে তখনও বিমানটির পরিচয় জানানো হয়নি। খবরে বলা হয়, “লাতাকিয়া শহরের ওপর দিয়ে সাগর থেকে শত্রুদের মিসাইল হামলা চালানো হচ্ছে। জবাবে কাজ করছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী”। এই খবর প্রচারের কিছু সময় পরই সিরিয়ার উপকূল থেকে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
প্রসঙ্গত, বিমানটি লাতাকিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে থাকা রাশিয়ার মেইমিম ঘাটিতে ফিরছিলো বিমানটি।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস//