ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘রাজনৈতিক দূষণে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায়’

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

রাজনৈতিক দূষণে বিশ্বে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘পত্রিকায় এসেছে পরিবেশ দূষণে মৃত্যুহার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এই দেশে। কিন্তু এই হিসাব কেউ করেনি যে রাজনৈতিক দূষণে বিশ্বে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এই দূষণে গত কয়েক বছরে কয়েক হাজার মানুষ মারা গেছে।’

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। দেশের বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিদের নামে পুলিশের মামলার প্রসঙ্গ টেনে তিনি একথা বলেন।   

তিনি বলেন, ‘গত কয়েক দিনেই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, লাখ লাখ আসামি করা হয়েছে। আমাদের মিটিংয়ের অনুমতি দেওয়া হয়। তবে মিটিংয়ে আসার সময় কর্মীরা গ্রেফতার হন। মিটিংয়ে এলে তাদের ফিরে যাওয়ার উপায় থাকে না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘মৃত ব্যক্তিরা নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। তারা সরকারের বিরুদ্ধে লড়াই করে। আগস্টে যিনি মারা গেছেন তিনি নাকি সেপ্টেম্বরে পুলিশের ওপর হামলা করেছেন। শুধু জীবিতরাই নয়, এই সরকারের বিরুদ্ধে মৃতরাও লড়াই করে!’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যখন মিটিং মিছিল করি তখন বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনও ঝামেলা না হয়। এখন দেখা যাচ্ছে গোরস্থানে পুলিশ মোতায়েন করা দরকার, যদি মৃতরা এসে ঝামেলা করে!’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এসি