ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

সোনালী ব্যাংকে ‘অফিসার’ পদে ৯২ জনকে নিয়োগ

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক লিমিটেডে  ‘অফিসার’ পদে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত ৯২টি শূন্য পদে জন লোক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের ছেলে মেয়েদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদের নাম-অফিসার

পদের সংখ্যা-৯২টি

বেতনঃ

জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ

ক) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অথবা বা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) হলে আবেদন করা যাবে।

খ) মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ে যেকোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।এসএসসি ও এইচএসসি পর্যায়ে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ তার বেশি প্রথম বিভাগ, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম দ্বিতীয় বিভাগ ধরা হবে।

গ) বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা বেশি হলে প্রথম বিভাগ বা শ্রেণি, ২.২৫ বা তার বেশি কিন্তু ৩.০০-এর কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি ধরা হবে।

বয়স

১ জুলাই ২০১৮ সালের মধ্যে বয়স ৩০ এর মধ্যে থাকতে হবে। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

আবেদন করবেন যেভাবে

www.erecruitment.bb.org.bd  এর অনলাইন  ফরম এর  মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদন করার সময় 

প্রার্থীকে ৭ অক্টোবর ২০১৮ মধ্যে আবেদন করতে হবে। 

 কেআই/ এআর