প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা রাখার সুপারিশ
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

সরকারি চাকরিতে প্রতিবন্ধিদের জন্য ১ শতাংশ কোটা রাখার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোনো ধরনের কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে প্রধানমন্ত্রীর কাছে সরকারি কমিটির সুপারিশ যাওয়ার এক দিনের মধ্যে সংসদীয় কমিটির এই সুপারিশ এল।
বর্তমানে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ পদ সংরক্ষিত। এছাড়াও রয়েছে নানা কোটা।
শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের দাবির প্রেক্ষাপটে সরকার একটি কমিটি গঠন করে; ওই কমিটি মঙ্গলবার প্রতিবেদন দেয়।
বুধবার সংসদীয় কমিটির বৈঠকের পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিবন্ধী আইনে প্রদত্ত সুবিধার প্রতিফলন ঘটাতে ১ শতাংশ কোটা সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে কার্যকরী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখার সুপারিশ করা হয়।”
বৈঠক শেষে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “আইন সংশোধন না করে কোটা বাতিল করা যাবে না। প্রতিবন্ধী সুরক্ষা আইন সংশোধন না করে কোটা বাতিল করলে আইনের সাথে সংঘাত হবে।”
সরকারি চাকরিতে নিয়োগে এখন ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; প্রতিবন্ধী ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ কোটা রয়েছে।
এসি