ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

মেহেরপুরে পাটের বাম্পার ফলন (ভিডিও)

প্রকাশিত : ১০:১৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মেহেরপুরে পাটের বাম্পার ফলন হওয়ায় এবার লাভের আশা করছেন চাষীরা। তবে, তাদের ভয় সিন্ডিকেট নিয়ে। আর জুট মিলে পাট সরবরাহকারীরা বলছেন, মিলগুলোর চাহিদার উপর নির্ভর করে পাটের মূল্য।

চলতি বছর মেহেরপুর জেলায় ২০ হাজার ১৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা থেকে ৭৫ লাখ ৫৬ হাজার ১০৯ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। আর পাট বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। 

তবে, বাজারে পাটের চাহিদা থাকায় ফড়িয়ারা কৃষকদের কাছ থেকে কাঁচাপাট কিনছেন। তারা বলছেন, মিল মালিকরা সিন্ডিকেট করে পাটের দাম কমিয়ে দিলে চাষীদের পাশাপাশি ফড়িয়ারা ক্ষতিগ্রস্ত হবেন।

জুট মিলে পাট সরবরাহকারীরা জানালেন, গতানুগতিক পদ্ধতিতে কাদামাটি দিয়ে পাটজাগ দেয়ায় এই অঞ্চলের ভাল দাম পায় না।

পাটের ভাল দাম ও গুণগত মান বৃদ্ধির জন্য রিবোন রেটিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর।

পাটের মান ভালো হলে, দামও বেশি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।