তীব্র গরমে অতিষ্ট জনজীবন (ভিডিও)
প্রকাশিত : ১০:৩০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু মানুষই নয়, গরমে হাসফাঁস প্রাণীকুলও। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর নিষ্ক্রিয়তার কারণে বৃষ্টি না হওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় বাড়ছে অস্বস্তি।
কয়েক দিনের তীব্র গরমে নাভিশ্বাস উঠছে জনজীবনে। অতিষ্ঠ প্রাণীকুলও।
কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষদের।
গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
আবহাওয়া অফিস বলছে, সেপ্টেম্বর মাসে মৌসুমী বায়ুর নিস্ক্রিয়তা, বৃষ্টিপাত না হওয়া আর আর বাতাসে জলীয় বাস্পের পরিমান বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে।
তবে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দক্ষিণাঞ্চলসহ দেশের বেশকিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।