ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

কপিল-ভাসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মাশরাফির

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে পাকিস্তানি তারকা পেসার শোয়েব আখতারকে ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। এবার আরেকটি নতুন মাইলফলকের সামনে টাইগার অধিনায়ক।

আর মাত্র তিনটি উইকেট। তাতেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন  নড়াইল এক্সপ্রেস। সেই সঙ্গে ছাড়িয়ে যাবেন কিংবদন্তি দুই পেসার কপিল দেব ও চামিন্দা ভাসকে।

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছেন মাশরাফি। এতেই সংগ্রহ করেছেন ২৪৭ উইকেট।

২১৮ ম্যাচে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কিংবদন্তি কপিল। আর ভাস সেই তালিকায় ঢুকতে খেলেন ২০৪ ম্যাচ। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচেই ৩ উইকেট পেলে সবচেয়ে দ্রুত আড়াইশ উইকেট পাওয়ার তালিকায় ঢুকে যাবেন মাশরাফি। সে ক্ষেত্রে ১৯২ ম্যাচেই এ কীর্তি গড়বেন তারকা ক্রিকেটার। সেই সঙ্গে কপিল-ভাসকে পেছনে ফেলবেন মাশরাফি।

অবশ্য নিজের রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না টাইগার অধিনায়ক। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের প্রয়োজনকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।

একে//