ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

পুলিশ লাইনের পুকুর থেকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৩৭ পিএম, ১৯ আগস্ট ২০১৬ শুক্রবার

জয়পুরহাটে পুলিশ লাইনের পুকুর থেকে গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপ-সহকারি পরিদর্শক শাহ আলমের মৃতদেহ উদ্ধার করা হয়। গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা দুপুরে পুলিশ লাইন পুকুরে গোসল করতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতে পুকুরে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলমের মৃত্যু হয়েছে।