ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

২০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি  

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

পুলিশের জন্য ভারত থেকে ২০ টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার এ ঘোড়াগুলো আমদানি করেছেন। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে এ ঘোড়াগুলো আনা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মাসুদ করিম বলেন, ঢাকায় বাংলাদেশ পুলিশ সদর দফতরে ব্যবহারের জন্য উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ ঘোড়াগুলো ভারত থেকে আমদানি করা হয়েছে। এ ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার। ঘোড়া আমদানিতে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা। ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে রফতানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলো বাংলাদেশে রফতানি করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, পুলিশের জন্য অমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়া গুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করছে।   

এসি