ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

শুরু হল বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসর

প্রকাশিত : ১১:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলালিংকের উদ্যোগে শুরু হয়েছে ডিজিটাল রিয়েলিটি শো ‘বাংলালিংক নেক্সট টিউবার। দেশের ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য বাংলাদেশের এটি দ্বিতীয় আসর। আজ থেকে শুরু হয়ে রেজিস্ট্রেশন চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রিতেশ কুমার সিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাংলালিংক-এর চিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

বাংলালিংক নেক্সট টিউবারের এবারের আসরে সম্ভাবনাময় ভিডিও কন্টেন্ট নির্মাতারা আবারও প্রতিভা প্রদর্শন ও প্রশিক্ষণের সুবিধা পাবেন। এছাড়াও তাদের সামনে থাকছে নতুন প্রজন্মের সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদেরকে ইউটিউবে ভিডিও কনটেন্ট আপলোড করে সেটির ইউআরএল সাবমিট করতে হবে এই ওয়েবসাইটে: www.nextuber.com

রেজিস্ট্রেশনের সময় ২০ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ৪ অক্টোবর, ২০১৮ পর্যন্ত। প্রতিযোগিতার সুনিয়ন্ত্রিত বাছাই পর্ব শেষে ঘোষণা করা হবে প্রথম তিন বিজয়ীর নাম। বিজয়ীয়রা পাবেন পাবেন বাংলালিংক-এর সাথে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা মূল্যমানের আকর্ষণীয় চুক্তিতে কাজের সুযোগ। 

প্রথম বিজয়ীর জন্য থাকছে সিঙ্গাপুরে অবস্থিত গুগলের অফিস পরিদর্শনের সুযোগ। এছাড়া তিন বিজয়ীর প্রত্যেকে ছয় মাসের ইন্টার্নশিপসহ বাংলালিংক নিবেদিত তিনটি পৃথক শো-এর চারটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

নেক্সট টিউবারের এবারের আসরের জুরি প্যানেলে থাকছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, বিশিষ্ট টিভি অভিনেতা ইরেশ জাকের ও দুই সেলিব্রেটি ইউটিউবার তামিম মৃধা ও সৌভিক আহমেদ। এবারের আয়োজনের টিভি ও রেডিও পার্টনার এনটিভি ও এবিসি রেডিও। এছাড়া অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে বঙ্গ।  

এসময় রিতেশ কুমার সিং বলেন, “বাংলালিংক প্রতিনিয়ত তরুণ প্রজন্মের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করছে যাতে তরুণরা ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। আমরা নেক্সট টিউবারের দ্বিতীয় আসর আয়োজন করতে পেরে অত্যন্ত গর্বিত। আমাদের এই উদ্যোগ ইতোমধ্যে মেধাবী ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি দৃষ্টান্তমূলক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নেক্সট টিউবারের প্রথম আসরের অভাবনীয় সাফল্য আমাদের এই উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা আশা করি ভবিষ্যতে নেক্সট টিউবার আরও বেশি সংখ্যক ভিডিও কন্টেন্ট নির্মাতাকে তাদের স্বপ্নপূরণে সাহায্য করবে।”

//এস এইচ এস//