ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সুরনদে ভাসিয়ে নাও, দেখতে যাও ‘সুরগাঁও’

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

স্থান-কাল-সময় নিরপেক্ষ ছোট্ট একটি গ্রাম ‘সুরগাঁও। এখানে হত্যার বদলে হত্যা নয়, সুরের দ্বারা দূর করা হয় মনের অসুর। আবার চরম অন্যায়ের প্রতিবাদে মুখে হুল ফোঁটায় সবচেয়ে নিরীহ প্রাণী প্রজাপতিও।

২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনা ও নির্দেশনায় দেশ নাটকের ২২তম প্রযোজনা ‘সুরগাঁও’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- কামাল আহমেদ, ফিরোজ আলম, মামুন চৌধুরী রিপন, কুদ্দুছ মাখন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান, মেঘলা মায়া, তামিমা তিথি, জলি চৌধুরী, রোশেন শরিফ, শাহেদ নাজির, শাফিজ আল মামুন ও নয়ন মাহমুদ শূন্য প্রমুখ।

সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারি নির্দেশক অয়ন চৌধুরী ও নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন।

এসএ/