ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

‘লাভযাত্রি’ নিয়ে জটিলতায় সালমান

প্রকাশিত : ০১:২২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

সমালোচনার মুখে আয়ুশ শর্মা এবং ওয়ারিনা হুসেনের ডেবিউ সিনেমা ‘লাভরাত্রি এর নাম বদল করে রাখা হয়েছে ‘লাভযাত্রি। তারপরও বিপদ কাটছে না সালমান খানের। ‘হিন্দু আউটফিট নামের এক সংগঠন গুজরাটের হাই কোর্টে আর্জি জানিয়েছে যে ‘লাভযাত্রি টাইটেলটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এখনও টাইটেলটির সঙ্গে নবরাত্রির মিল রয়েছে।

গত বুধবার সালমান সহ আরও সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মামলা গড়িয়েছে মুজফফরপুর আদালত পর্যন্ত। অভিযোগকারী এক আইনজীবী সুধির ওঝা। তার অভিযোগ আসন্ন সিনেমা ‘লাভরাত্রি’ টাইটেলটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে।

মুজফফরপুরের সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র রাইয়ের কাছে আবেদন জমা পড়ে। তিনি সেই আবেদন বুধবার মঞ্জুর করেন। তারপরই মিঠানপুর থানায় সালমান এবং সিনেমার দুই অভিনেতা আয়ুশ শর্মা (সলমনের ভগ্নিপতি) এবং অভিনেত্রী ওয়ারিনা হুসেনের বিরুদ্ধে এফআইআরটি রেজিস্টার্ড হয়। ৬ সেপ্টেম্বর সুধির ওঝা আবেদনটি আদালতে জানিয়ে বলেছিলেন নবরাত্রি উৎসবের নামে অশ্লীলতা দেখানো হয়েছে।

ওঝার আবেদনে এটিও লেখা আছে যে সিনেমার টাইটেল মা দুর্গার অসম্মান করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ২৯৫, ২৯৮, ১৫৩, ১৫৩ (বি), ১২০ ধারায় অভিযোগটি দায়ের হয়েছে। সিনেমাটির টিজার মুক্তি পাওয়ার আগেই কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলেন সালমান খান। বিশ্ব হিন্দু পরিষদ সালমানকে হুমকি দিয়েছিলেন সিনেমার নামকরণের জন্য। তাদের মতে নবরাত্রি উৎসবকে অপমান করা হয়েছে। সিনেমার নাম ‘লাভরাত্রি’ দেওয়া উচিত হয়নি। এমনকি তারা এটিও ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালমানকে প্রকাশ্যে চড় মারতে পারবে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যে সিনেমার সেটকে নষ্ট করবে তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

সূত্র : জি নিউজ

এসএ/