ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

শীতকালীন সবজির দাম চড়া [ভিডিও]

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। অবশ্য দাম চড়া। তবে অন্যান্য সবজি ক্রেতাদের সাধ্যের মধ্যেই। কমেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। ইলিশের দাম হালিতে কমেছে ৪শ’ থেকে ৫শ’ টাকা। গরু, খাসি, মুরগিসহ চালের বাজার স্থিতিশীল।

বাজারে পটল, বেগুন, কড়লাসহ অন্যান্য সবজির দাম ক্রেতার হাতের নাগালে। তবে শীতকালীন সবজির দাম চড়া। ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৪০, শিম ৯০ টাকায় বিক্রি হচ্ছে। শসার দাম কেজিতে ২০টাকা বেড়ে ৮০ টাকা আর টমেটো দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা। কেজিতে দশ টাকা কমে রসুন ৭০ এবং আদা ১শ’৩০ টাকা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চিনির দাম কেজিতে কমেছে আট টাকা, মসুর ডাল ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেড়েছে এলাচির দাম। চালের বাজারেও দাম স্থিতিশীল।

মাছের বাজারে সরবরাহ ভালো। ব্রয়লার মুরগি, গরু ও খাসি বিক্রি হচ্ছে আগের দামেই।

একে//