ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

কেইম্যান আইল্যান্ডের গভর্নর পদ থেকে আনোয়ার চৌধুরী বরখাস্ত

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০১:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরীকে ব্রিটিশ নিয়ন্ত্রিত কেইম্যান আইল্যান্ডের গভর্নরের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে। অঞ্চলটির গভর্নরের কার্যালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।
তিন মাস আগে তার বিরুদ্ধে উত্থাপিত কয়েকটি অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয় চৌধুরীকে। এরপর বৃহস্পতিবার তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেয় কেইম্যান আইল্যান্ডের গভর্নরের কার্যালয়।
এক বিবৃতিতে গভর্নরের কার্যালয় বলেছে, চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত বেশ কয়েকটি অভিযোগের তদন্ত শেষে তাকে কেইম্যান আইল্যান্ডের গভর্নর পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। তবে লন্ডনে ভিন্ন একটি কূটনৈতিক পদে দায়িত্ব পালন করবেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, শীঘ্রই একজন অস্থায়ী গভর্নর নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি স্থায়ীভাবে গভর্নরের দায়িত্ব পালনের জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আনোয়ার চৌধুরীর বরখাস্ত হওয়া নিয়ে ফরেইন ও কমনওয়েলথ অফিস (এফসিও) থেকে আর কোন মন্তব্য প্রকাশ করা হবে না।

প্রসঙ্গত, চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত করেছে এফসিও।

এসএ/