‘ধুম্রজাল ও চমক সৃষ্টির জন্য বই লিখেছেন সিনহা’
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:১৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘একটি রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দিতেই নির্বাচনের আগে বই প্রকাশ করেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি ধুম্রজাল ও চমক সৃষ্টির জন্য এটা লিখেছেন।’
আজ শনিবার সকালে বার কাউন্সিল ভবনে এস কে সিনহার বই নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘এস কে সিনহার মত দুর্নীতিগ্রস্ত কোন সাবেক প্রধান বিচারপতি আর নেই। তিনি যখন এসব বক্তব্য দেন তখন বুঝতে হবে কেউ তাকে রাজনৈতিক উদ্দ্যেশ্যে ব্যবহার করছে।’
এ সময় তিনি বলেন, ডক্টর কামালের সাম্প্রতিক বক্তব্যও প্রমাণ করে তিনি সিনহার সঙ্গে যোগাযোগ রাখেন।
এসএ/