ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

নির্বাচনী প্রচারণায় কর্মী পাঠাবে না ফেসবুক

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণা পরিচালনাকারী প্রতিষ্ঠানে আর কর্মী পাঠাবে না ফেসবুক। নির্বাচনে অনলাইনভিত্তিক প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের পক্ষে প্রচারণা করা প্রতিষ্ঠানগুলোতে আগে ফেসবুক থেকে বিশেষজ্ঞ অ্যানালিস্টের সেবার সুযোগ দিতো ফেসবুক।

প্রচারণা প্রতিষ্ঠানগুলোকে আর এমন সেবা দেওয়া হবে না বলে এক বিবৃতির মাধ্যমে সাফ জানিয়ে দেয় ফেসবুক।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল প্রচারণা বিষয়ক পরিচালক জানিয়েছিলেন যে, ফেসবুক তাদের নির্বাচনী প্রচারণায় বেশ সাহায্য করেছে।

ফেসবুক জানায়, সেই নির্বাচনে ট্রাম্পের বিরোধী প্রার্থী হিলারি ক্লিনটনকেও বিশেষজ্ঞ অ্যানালিস্ট নিয়োগের প্রস্তাব দিয়েছিলো ফেসবুক। কিন্তু হিলারি তা প্রত্যাখ্যান করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, অর্থের বিনিময়ে এতোদিন দিয়ে আসা এই সেবার বদলে বিনামূল্যে অনলাইনেই বিজ্ঞাপনী পরামর্শ দেবে ফেসবুক।

ফেসবুক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অনলাইন বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম। প্রথমটি হচ্ছে গুগল।  

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//