ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ১০:২০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

চট্টগ্রামে একটি প্রাইভেট কার, নোহা মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মো. ফারদিন (১৮) এবং মো. হানিফ (৪০) নামের দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে নগরের পাঁচলাইশ থানা এলাকায় ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও সিএনজি অটোরিকশা চালক হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়চূড়ার ওই ক্লাব থেকে নোহা মাইক্রোবাসটি নামছিল আর প্রাইভেটকারটি ঢুকছিল। ওই দুই পরিবহনের পাশে ছিল সিএনজি অটোরিকশাটি। এমন সময় ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনই মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

একে//