ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

গাজীপুর শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার শ্রমিকরা তাদের পাওনা টাকার দাবিতে আন্দোলন শুরু করে। কারখান মালিকপক্ষ বেতন দিতে ব্যর্থ হওয়ায় আজ রোববার সকালে থেকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও নিজেদের কারখানাসহ আশেপাশের কয়েকটি কারখানায় ভাংচুর শুরু করে। পরে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতন দেয়া হয়। বাকি অর্ধেক বেতন ১২ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল। কিন্তু কারখানার আর্থিক অনটনের কারণে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ওই সময়ে দিতে পারেনি।

এসময় আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা বলছে, তাদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চলবে।

এ ঘটনায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

টিআর/