ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

আন্দোলনের নামে নৈরাজ্য মানবে না আ.লীগ

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

নির্বাচন কমিশন পুণর্গঠন ও সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু। এদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে সমুচিত জবাব দেয়া হবে।

একুশে টেলিভিশনের একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তারা।
শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্যের সমাবেশে যোগদেন ২০ দলীয় জোটের শরীক, যুক্তফ্রন্ট ও নাগরিক প্রতিনিধিরা। সে সময় আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে সভা-সমাবেশের ঘোষনা দেয়া হয়।


বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু জানালেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মাধমে সমন্বিত কর্মসূচি দেয়া হবে।

আর আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বললেন, সুষ্ঠু কর্মসুচিকে স্বাগত জানাবেন তারা।
সমস্যা সমাধানে সরকারকে সংলাপে বসার আহবান জানিয়ে দুদু বলেন, অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

অপরদিকে আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাশত করা হবে না বলে জানান শামীম ওসমান।
ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীরা আবারও ক্ষমতায় আসার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন শামীম ওসমান।

বিস্তারিত দেখুন ভিডিওতে :


এসএ/