ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

যশোরে ২ যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:২২ পিএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০২:২২ পিএম, ২০ আগস্ট ২০১৬ শনিবার

যশোরের পৌর পার্ক এবং নতুনহাট এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দু’জনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে। হনংঢ়;পুলিশের দাবি, গত শুক্রবার রাতে যশোর শহরের পৌর পার্ক এবং নতুনহাট এলাকায় গোলাগুলি হচ্ছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই দুই স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি। এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজের  ৩ দিন পর আলী মল্লিক নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।