ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাকা জেলা প্রশাসক 

দোহার, নবাবগঞ্জ ( ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তোমাদের কাজ করতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের কল্যাণে অনেক ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করেছে। এই সম্ভাবনা কে তোমাদের কাজে লাগাতে হবে।’

সোমবার সকাল ১১ টায় ঢাকা জেলার দোহার উপজেলার বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক নিশ্চিত করণে আমাদের দায়িত্ব সম্পর্কিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস উপলক্ষে র‌্যালীতে যোগ দেন।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন ও বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম।  

কেআই/এসি