ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

দু’দুবার পাকিস্তানকে হারিয়ে ভারত এখন আত্মবিশ্বাসে ভরপুর। এর মধ্যেই আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। যদিও এই ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার ম্যাচ বলাই ভাল। আফগান ম্যাচে ভারত দল নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করে কি-না দেখে নেওয়া যাক।

কে এল রাহুল

এশিয়া কাপে এখনও পর্যন্ত মাঠের বাইরে থেকেছেন তিনি। এ দিকে ধওয়ন দারুণ ফর্মে। এই ম্যাচে ধওয়নের পরিবর্তে নামানো হতে পারে কে এল রাহুলকে।

মণীশ পাণ্ডে

গ্রুপ ম্যাচে অনবদ্য ক্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে আউট করেছিলেন মণীশ। কিন্তু এশিয়া কাপে এখনও একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। আজ ব্যাট হাতে দেখা যেতে পারে তাকেও।

খলিল আহমেদ

জশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে আজ ভারতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে খলিল আহমেদের।

দীপক চাহার

চলতি বছরের আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিঙ্গসের হয়ে ভাল পারফর্ম করেছিলেন দীপক চাহার। ভুবনেশ্বর কুমারের মতো দীপকও নতুন বলের ব্যবহার ভাল জানেন। ভুবনেশ্বরের বদলে আজ দলে থাকতে পারেন দীপক।

রোহিত শর্মা

অধিনায়ক রোহিত শর্মা এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। ব্যাট হাতে বুঝিয়ে দিয়েছেন তিনি দলের বড় ভরসা। দল পরিচালনার ক্ষেত্রেও বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন। আজ আফগানিস্তানের বিরুদ্ধেও তিনিই অধিনায়ক থাকছেন।

অম্বাতি রায়ডু

অম্বাতিকে এশিয়া কাপে তিন নম্বরে খেলাচ্ছে ভারতীয় দল পরিচালন সমিতি। চার ইনিংসে ১১৬ রান করেছেন তিনি। গড় ৫৮। তাকে আফগানদের বিরুদ্ধেও সম্ভবত তিন নম্বরে নামানো হবে।

দীনেশ কার্তিক

মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্রাম দেওয়ারও একটা ভাবনা রয়েছে। মিডল অর্ডারে মণীশ পাণ্ডেকে দেখে নিতে গেলে কাউকে বসাতেই হবে। দীনেশ কার্তিক যেহেতু উইকেট কিপিং করতে পারেন, তাই ধোনিকে বসিয়ে উইকেট কিপিং করানো হতে পারে দীনেশকে।

কেদার যাদব

কেদারের স্পিন বিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে এশিয়া কাপে। আফগান ঝড় রুখতে কেদারকে কাজে লাগাতে পারে টিম ইন্ডিয়া।

রবীন্দ্র জাদেজা

অলরাউন্ডার জাদেজার ভূমিকা আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে।

যুজবেন্দ্র চহাল

ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র হলেন যুজবেন্দ্র চহাল। আফগান ব্যাটসম্যানদের আটকাতে চহালের উপরে ভরসা রাখতে পারে দল।

কুলদীপ যাদব

এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৩টি উইকেট পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ম্যাজিক দেখিয়েছিলেন। ওই ম্যাচেই দু’টো উইকেট নেন কুলদীপ। আফগানিস্তানের বিরুদ্ধে ক’টা উইকেট নেন সেটাই দেখার।

একে//