ঢাকা, সোমবার   ২৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

কিমের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আবারও আলোচনায় বসার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

জাতিসংঘ সদর দপ্তরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এসময় উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের চেয়ে ভালো বলেও মন্তব্য করেন ট্রাম্প।

আলোচনার আয়োজন করতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে ঠিক কোথায় দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

চলতি বছরের ১২ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম। সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ওই ঐতিহাসিক বৈঠকে কোরিয়া উপদ্বীপ থেকে পারমাণবিক কর্মসূচি বন্ধে কাজ করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এ ব্যাপারে চুক্তিতে সইও করেন ট্রাম্প ও কিম। বৈঠক শেষে দুজনকেই হাসিমুখে বের হতে দেখা যায়।