ঢাকা, মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৭ ১৪৩২

ইরানের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ট্রাম্পের

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ইরানের বিরুদ্ধে বিশৃঙ্কলা সৃষ্টির অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য ইরানি নেতৃবৃন্দকে দায়ী করেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন।

এসময় পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তেহরান মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করছে। দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তাই দেশটির সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এ সময় অনেকেই হাসতে থাকেন। জবাবে ট্রাম্পও একগাল হেসে বলেন, এ ধরণের প্রতিক্রিয়া প্রত্যাশা করি না।

এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে কাজ করছে মার্কিন প্রশাসন। একইসঙ্গে দেশটিকে যাতে পরমাণু কর্মসূচি থেকে ঝেঁটিয়ে বিদায় করা যায়, সেটিও নিশ্চিত করতে যথেষ্ঠ বদ্ধপরিকর তার সরকার।


এমজে/