ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়তে শেখ হাসিনার আহ্বান (ভিডিও)

প্রকাশিত : ১০:২১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১১:০০ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

সাইবার নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘকে নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভুমিকা পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত সাইডলাইন বৈঠকে তিনি এ আহবান জানান। সেসময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে সাইবার নিরাপত্তা নিয়ে সাইড লাইন বৈঠকে এ আহবান জানান তিনি। 

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

এসময় আইসিটি অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন তিনি।

আইসিটি ফর পিস-এর সিনিয়র এডভাইজার এনিকেন টিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।