ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ১১:১৯ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ১১:১৯ এএম, ২১ আগস্ট ২০১৬ রবিবার

টাঙ্গাইলের মধুপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, নিহত দুজন কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, মধুপুরের টেলকি-গায়রা সড়কে নিয়মিত তল্লাশী চালাচ্ছিলো তারা। ভোর সাড়ে ৪টার দিকে ২জন মোটরসাইকেল আরোহীকে থামতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে তারা দু’জন আহত হয়। পরে মধুপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও জিহাদী লিফলেট উদ্ধার করা হয়েছে।