ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

আজ শেষ হচ্ছে ঐক্য প্রক্রিয়ার আলটিমেটাম

প্রকাশিত : ০৮:০২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

আজ শেষ হচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ থেকে ঘোষিত আলটিমেটাম। তবে তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় নতুন কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সংগঠনের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান।

গত ২২ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়।

ওই সমাবেশটি শুধু জাতীয় ঐক্য প্রক্রিয়ার হওয়ায় এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যুক্তফ্রন্ট নেতারা। তারা জানান, সমাবেশে তৈরি করা ঘোষণাপত্র ও আলটিমেটাম সম্পর্কে তারা কিছুই জানেন না। তাদের সঙ্গে আলোচনা করে এটা তৈরি করা হয়নি। তাই আলটিমেটাম শেষে কী করা হবে, নতুন কোনো কর্মসূচি দেওয়া হবে কি-না তা তারা বলতে পারছেন না।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন জানান, ড. কামাল হোসেন চিকিৎসা শেষে দেশে ফিরলে নতুন কর্মসূচি দেওয়া হবে।
এসএ/